শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পরিকল্পনার কথা আসামি আবির আগেই তাঁর পরিচিত এক কিশোরকে জানিয়েছিলেন। আলিনাকে খুন করে তিনি ওই কিশোরকে বলেছিলেন তার সঙ্গে থাকতে। আলিনার পরিবারের কাছ থেকে তিনি যে মুক্তিপণ পাবেন, সেখান থেকে তাকে কিছু টাকাও দেবেন।
আজ বুধবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে ১৭ বছর বয়সী ওই কিশোর জবানবন্দি দেয়। সেখানেই ওই কিশোর এসব তথ্য জানায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সে একটি রেস্তোরাঁয় কাজ করে।
৩ ডিসেম্বর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবিরও এই কিশোরকে তাঁর পরিকল্পনা জানানোর কথা বলেছিলেন।পিবিআই চট্টগ্রাম মেট্রো পরিদর্শক ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, ওই কিশোরকে গতকাল মঙ্গলবার নগরের বন্দরটিলা থেকে আটক করা হয়। পরে সে আদালতকে দেওয়া জবানবন্দিতে আবিরের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানায়। এর আগে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান আদালত।
আজ বিকেলে হেলমেট পরিয়ে এই কিশোরকে চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলায় নিয়ে আসে পিবিআই। পুলিশের উপস্থিতিতে সে প্রথম আলোকে বলে, আবির সত্যি সত্যিই এ কাজ করবেন, ওই কিশোর সে সময় বুঝতে পারেনি। খুনের দিন সন্ধ্যায় আবির যখন তাকে বলেন যে খুন করেছেন, লোকজন তাকেও সন্দেহ করবে, সেই জন্য কাউকে বলেনি ওই কিশোর।