বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুলছাত্রীর নগ্ন ভিডিও ফাঁসের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মেয়েটির নগ্ন ভিডিও “কাতার বিশ্বকাপ 2022 ব্রাজিল-আর্জেন্টিনা” নামে একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে ভাইরাল হয়েছে, যা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। এরপর গত ২৭ নভেম্বর রোববার ধুনট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কথিত প্রেমিক ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতার মা।
২৯ নভেম্বর মঙ্গলবার রাতে বগুড়ার র্যাব-১২ এর বিশেষ অভিযানে উত্তরকান্তনগর (হাসোখালী) গ্রামের আব্দুস সাত্তার ছেলে মো. গত ৩০ নভেম্বর বুধবার রাসেলকে (২১) আটক করে ধুনট থানায় সোপর্দ করা হয়।
গত ১ ডিসেম্বর ধুনট থানা পুলিশ আসামিকে বগুড়া ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এ ব্যাপারে ধুনট থানার এসআই আব্দুল মতিন জানান, ধুনট থানায় মামলা দায়েরের পর বাদী বগুড়া র্যাব ক্যাম্পে লিখিত অভিযোগও করেন। র্যাবের অভিযানে একজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।